ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আপনি ভেঙে পড়বেন না, খালেদাকে হেফাজত

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আপনি ভেঙে পড়বেন না, খালেদাকে হেফাজত

ঢাকা: দেশের ‘দুঃসময় ও ক্রান্তিকালে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে ভেঙে না পড়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনটির নেতারা এ কথা বলেন।



পুরো দেশবাসী এখন খালেদা জিয়ার দিকে তাকিয়ে রয়েছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, ছেলের মৃত্যুতে ব্যথিত ও শোকবিহ্বল বিএনপি নেত্রীর প্রতি আমরা সহানুভূতির সঙ্গে বলতে চাই, আপনি ভেঙে পড়বেন না। দেশের বর্তমান দুঃসময় ও ক্রান্তিকালে আপনার মনোবল যেন ভেঙে না পড়ে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ আমাদের। পুত্র হারানোর শোক থেকে দ্রুত কাটিয়ে ওঠার শক্তি আল্লাহ আপনাকে দান করুন।

তারা বলেন, বিএনপি নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়া ও তার পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। দেশবাসী ও আলেম সমাজের পক্ষ থেকে আমরা সদ্য মৃত আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।

শোকবার্তায় খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানিয়েছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী, সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা হাফেজ শামসুল আলম, আল্লামা আবদুল মালেক হালিম, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহবুবুল হাসান, মাওলানা মুঈনুদ্দিন রূহী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস উসমানী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা আবদুল জব্বার, মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।