ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বাস-ট্রাকে আগুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বগুড়ায় বাস-ট্রাকে আগুনের ঘটনায় মামলা

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া ও শাজাহানপুর উপজেলায় বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৫৯ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্থ ট্রাকচালক ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুইটি দায়ের করেন।



সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শাজাহানপুর ও দুপচাঁচিয়া থানা থেকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।  

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, দুপচাঁচিয়া উপজেলার বাজারদিঘি এলাকায় নওগাঁ থেকে বিথি এন্টারপ্রাইজের একটি বাস (বগুড়া-জ ০০১৫) ৩/৪ জন যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় জোর করে গাড়িটি থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসচালক শহীদুল(৪৩)সহ আলতাফ আলী(৪৫) গোলাম রব্বানী(৪৫) নামের দুই যাত্রী আহত হন।

এ ঘটনায় বিএনপি ও জামায়াতের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা(সদর ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য) জালাল উদ্দিনকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্না বাংলানিউজকে জানান, গত ২৩ জানুয়ারি দিনগত রাতে শাজাহানপুরের আড়িয়া বাজারে ঢাকাগামী আলু বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ড-১৪-২১১০) পুড়িয়ে দেন অবরোধকারীরা। এ ঘটনায় রোববার (২৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে বিএনপি ও জামায়াতের ১২ জনের নাম উল্লেখ করে ৩৪ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার রহিমাবাদ দক্ষিনপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে রফিকুল ইসলাম(৩৩) ও শাহীনকে(২২) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৮  ঘণ্টা,  জানুয়ারি  ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।