ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর রুহের মাগফিরাত কামনায় এনডিপির মিলাদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কোকোর রুহের মাগফিরাত কামনায় এনডিপির মিলাদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় করে কোরআনখানি ও মিলাদ মাহফিল করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

সোমবার (২৬ জানুয়ারি) বাদ আসর রাজধানীর উত্তরায় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



মাওলানা মুফতি মাহমুদুল হাসানের পরিচালনায় কোরআনখানি ও মিলাদে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য আবু তাহের, দফতর সম্পাদক মো. মূছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক শামসুল আলম, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক আলম হোসেন প্রমুখ।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।