ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে দগ্ধ পিকআপ ভ্যানের চালক ঢামেক হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঠাকুরগাঁওয়ে দগ্ধ পিকআপ ভ্যানের চালক ঢামেক হাসপাতালে ভর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঠাকুরগাঁওয়ে অবরোধকারীদের ছোড়া আগুনে দগ্ধ হওয়া নাজমুল ইসলাম (২৮) নামে পিকআপ ভ্যানের এক চালক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি।



দগ্ধ নাজমুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। তিনি  রোববার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভাঙাপুল নয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় দগ্ধ হন। এসময় তার পিকআপ ভ্যান ও ভ্যানে থাকা মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে।        

ঘটনার সময় নাজমুল ইসলামের সঙ্গে থাকা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অবরোধকারীদের ছোড়া আগুনে পুড়ে যাওয়া হলুদ রংয়ের ওই পিকআপ ভ্যানটির মালিক ও চালক উভয়ই নাজমুল ইসলাম। তিনি রোববার অর্ডারের প্রেক্ষিতে মুরগির বাচ্চা নিয়ে বগুড়ার শেরপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভাঙাপুল নয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটির সামনে ব্যারিকেট দেয় অবরোধকারীরা। তখন গাড়ি থামালে কয়েকজন ব্যক্তি ভ্যানটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় মনিরুল ইসলাম গাড়ি থেকে নেমে গেলেও দগ্ধ হন নাজমুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে নাজমুলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।    

ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধ নাজমুলের মুখমণ্ডল, শ্বাসনালী ও দুই হাত পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

এক থেকে দেড় মাস আগে ব্যাংক থেকে লোন নিয়ে নাজমুল ইসলাম পিকআপটি ক্রয় করেন বলে জানান তার চাচা ইয়ানুর ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।