ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় অটোরিকশা উল্টে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সিরাজগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় অটোরিকশা উল্টে আহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে অবরোধকারীদের ধাওয়া খেয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ জন আহত হয়েছে।
 
সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



আহত ড্রাইভার হাসমত আলী ও যাত্রী আবুল কালামকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুলী সড়কের অটোরিকশা চেইন মাস্টার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, অবরোধকারীরা বহুলী বাজার এলাকায় সড়কের উপর কলাগাছ ফেলে অবরোধের সমর্থনে পিকেটিং করছিলো।

এসময় সিএনজিচালিত অটোরিকশা চালক হাসমত আলী সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বাজার থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জ কাঠেরপুল এলাকায় আসার পথে বহুলী বাজারে অবরোধকারীদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়। এতে চালকসহ ২ জন আহত হন।

এর কিছুক্ষণ পর একই স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।