ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গোমস্তাপুরে পণ্যবাহী ট্রাকে হামলা, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গোমস্তাপুরে পণ্যবাহী ট্রাকে হামলা, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পণ্যবাহী ট্রাকে হরতাল সমর্থকদের হামলায় চালক ও হেলপার আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় এ ঘটনা ঘটে।



অাহতরা হলেন- ট্রাকের চালক মুস্তাকিন ও হেলপার সুমন। তবে সুমনের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চালক মুস্তাকিন বাংলানিউজকে জানান, নীলফামারী থেকে পোল্ট্রিফিডবাহী ট্রাক নিয়ে (ঢাকা মেট্রো-ট-১৬-৮৫৯৪) কানসাট যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় পৌঁছলে হরতাল সমর্থকরা চলন্ত ট্রাকে ইট ছুঁড়ে মারে। এতে ট্রাকে থাকা হেলপার সুমন গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ সুমনকে উদ্ধার করে গোমস্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করে। এ সময় ইটের আঘাতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে যায়।

এদিকে আহত ট্রাক হেলপারকে দেখতে স্থানীয় হাসপাতালে ছুটে যান রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস এবং যুবলীগ নেতা ও ইউপি সদস্য রশিদুল ইসলামসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ ক্ষতিগ্রস্থ ট্রাকটি থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।