ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি-যুবদলের ৩ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
যশোরে বিএনপি-যুবদলের ৩ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

যশোর: যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।



আটকরা হলেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলার হামিদপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে শফিকুল ইসলাম, সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বর ছবদুল রহমান এবং আরবপুর ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে দায়তলা, ধর্মতলা ও হামিদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে বিএনপি নেতা ছবদুল রহমানের বিরুদ্ধে চারটি, শামছুর রহমানের বিরুদ্ধে তিনটি ও ছাত্রদল নেতা শফিকুলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রয়েছে।

আটকরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৭  ঘন্টা,  জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।