ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ৪ আইনজীবীকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বগুড়ায় ৪ আইনজীবীকে নোটিশ

বগুড়া: বগুড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা মামলার আসামিদের জামিনে সহযোগিতা করায় আওয়ামী সমর্থিত ৪ আইনজীবীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বগুড়া জেলা আওয়ামী আইনজীবী পরিষদ।

সোমবার(২৬ জানুয়ারি) ওই আইনজীবীদের এ নোটিশ দেওয়া হয়।



একই সঙ্গে প্রাথমিকভাবে অভিযুক্ত ওই আইনজীবিদেরকে একদিনের মধ্যে কর্মরত আদালত থেকে সরিয়ে দেওয়াসহ সহযোগিতার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার রাতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নোটিশপ্রাপ্ত আইনজীবিরা হলেন-অতিরিক্ত পিপি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা জাতীয় পার্টির সদস্য এপিপি অ্যাডভোকেট সাথী হান্নান, এপিপি অ্যাডভোকেট বজলুর রহমান এবং অ্যাডভোকেট আরিফুর রহমান দুখু।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জ্জী জানান, সোমবার দুপুরে শুরু হওয়া জেলা আওয়ামী আইনজীবী পরিষদের এক সভায় উল্লেখিত আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আদালতে নাশকতা মামলায় জামায়াত-বিএনপি'র আসামিদের সহযোগিতা করার অভিযোগ উঠে। সবশেষ বগুড়া সদর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও নিশিন্দারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বগুড়া সদর থানা ভাঙচুর ও নাশকতা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাকে জামিনে মুক্ত করতে সহযোগিতা করার ব্যাপক অভিযোগ ওঠে।
 
তাছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী বা কৌশুলী হওয়া সত্ত্বেও এই ৪ জন আইনজীবী জামায়াত-বিএনপি'র সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতা মামলায় তাদের পক্ষে কথা বলায় বা নিশ্চুপ থাকায় আদালতের বিচারক একাধিকার তাদেরকে সতর্ক করে দিয়ে সমালোচনা করেছেন।  

তাই অনুষ্ঠিত সভায় উল্লেখিত ৪ আইনজীবীকে আগামী একদিনের মধ্যে অন্য আদালতে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নাশকতা মামলায় বারবার সহযোগিতা করার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ০৩৪৫ ঘণ্টা,  জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।