ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধ ও মানুষ পোড়ানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হরতাল-অবরোধ ও মানুষ পোড়ানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: হরতাল-অবরোধ ও মানুষ পোড়ানোর প্রতিবাদে নীলফামারীতে মানবন্ধন করেছে বঙ্গবন্ধু প্রজন্ম গোষ্ঠী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডের স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।



সংগঠনের আহ্বায়ক হিটলার চৌধুরী ভুলুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার একরামূল হক সরকার, যুবলীগ সভাপতি মহসিনুল হক মহসিন ও রকিবুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা ‘অযৌক্তিক’ অবরোধ হরতাল ও মানুষ পুড়িয়ে হত্যা এবং জ্বালাও পোড়াও বন্ধ করার আহ্বান জানিয়ে দেশে চলমান উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি না করার দাবি জানান ২০ দলের প্রতি।  

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।