ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
দিনাজপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেলপারের মৃত্যু ছবি: প্রতীকী

রংপুর: দিনাজপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকের হেলপার আবদুর রশীদ (৩০) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।



হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুর কাদের খান বাংলানিউজকে জানান, ২৩ জানুয়ারি রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বশিরবন্দর ব্রিজের কাছে ঢাকা থেকে পঞ্চগড়গামী মালবাহী ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকের হেলপার আবদুর রশীদ দগ্ধ হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল কাদের জানান, রশীদের শরীরের ৮০ শতাংশ পুড়েছিল।

বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।