ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুকসুদপুরে ৪৭টি ককটেলসহ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
মুকসুদপুরে ৪৭টি ককটেলসহ জামায়াত কর্মী আটক প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার থেকে ৪৭টি ককটেলসহ ইমারাত হোসেন (৬০) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।



মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল জানান, অবরোধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ওই বাজারের কাছে ইমারাত হোসেনের বাড়িতে ককটেল জমা করা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে ৪৭টি ককটেল উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটক ইমারাতকে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
   
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।