ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার একার কথায় নির্বাচন হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
খালেদা জিয়ার একার কথায় নির্বাচন হবে না ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় নির্ধারিত সময়ের আগে জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, জনগণ এখন নির্বাচন চায় না, কারণ ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে তারা ভোট দিয়ে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাই খালেদা জিয়ার একক কথায় ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।

খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অভিযোগ করে তিনি বলেন,  জনগণ খালেদা জিয়ার অযৌক্তিক দাবির সঙ্গে একমত হচ্ছে না বলেই ক্ষুদ্ধ হয়ে জনগণকে আগুনে পুড়িয়ে মারছেন।

সংগঠনের সভাপতি ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মনজুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আতউল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।