ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

র‌্যাবের গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় শিবির নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
র‌্যাবের গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় শিবির নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় আসাদুজ্জামান তুহিন নামে এক শিবির নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।



নিহত তুহিন সিটি কলেজ শাখার শিবিরের সভাপতি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, সোমবার তুহিনকে তার বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরে মঙ্গলবার ভোরে র‌্যাব তাকে নিয়ে রামচন্দ্রপুর হাট এলাকায় ককটেল উদ্ধারে যাওয়ার সময় লালাপাড়ায় র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তুহিন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তুহিনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।