ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী বিভাগে বুধবার থেকে শিবিরের ৪৮ ঘণ্টার হরতাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রাজশাহী বিভাগে বুধবার থেকে শিবিরের ৪৮ ঘণ্টার হরতাল

ঢাকা: ছাত্রশিবির চাঁপাই নবাবগঞ্জ সিটি কলেজের সভাপতি আসাদুল্লাহ তুহিনকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় আগামী বুধবার (২৮-০১-১৫) সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি’২০১৫) ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পরে তা গণমাধ্যমকে বিবৃতির মাধ্যমে জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (২৬.০১.২০১৫) দুপুরে চাঁপাই নবাবগঞ্জ সিটি কলেজের ১৭ বছর বয়সের এইচএসসি ২য় বর্ষের মেধাবী ছাত্র আসাদুল্লাহ তুহিনকে ৠাব এর একটি টিম তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। আজ মঙ্গলবার (২৭.০১.২০১৫) সকালে চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে তার লাশ পাওয়া যায়। আমরা একজন মেধাবী ছাত্রকে এভাবে  বিচার বহির্ভূত হত্যার তীব্র নিন্দা জানাই। এবং অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

ছাত্র-জনতাকে হরতাল পালনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহবান জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।