ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শিবির নেতার মৃত্যু

প্রতিবাদে রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
প্রতিবাদে রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল

চাঁপাইনবাবগঞ্জ: র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানো সময় ট্রাকের ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জের শিবির নেতা নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগে বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আবু বাক্কার হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



মঙ্গলবার ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটক ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন (২০) গাড়ি থেকে লাফিয়ে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নিহত হন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লার এমাদুল হকের ছেলে।

এটাকে ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড দাবি করে বুধবার সকাল থেকে রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর কামরুজ্জামান পাভেল বাংলানিউজকে জানান, সোমবার বিকেল ৪টার সময় র‌্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি ইসলামিক একাডেমি এলাকার  আশপাশ ধেকে সিটি কলেজ শাখার সভাপতি আসাদুল্লাহ তুহিন, রামচন্দ্রপুরহাট চুনাখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন (১৮), পুরাতন সিঅ্যান্ডবি ঘাট মহল্লার জালাল উদ্দিনের ছেলে শাহরিয়ার জামান রাফি (১৪), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে সাজিদ হাসান (১৯) ও রাজশাহী জেলার তানোর থানার কলমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসানকে (২০) আটক করে।

তুহিন সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ককটেল উদ্ধারের জন্য সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় নিয়ে যাবার সময় লালাপাড়া এলাকায় পৌঁছালে তুহিন র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানো চেষ্টা করে।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজর কামরুজ্জামান আরও জানান, আটক হওয়া আলামীনের মোবাইল ফোন থেকে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিকৃত ছবিসহ ২৩টি জিহাদী বই জব্দ করা হয়।
 
নিহত তুহিনের লাশ সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম।

অন্যদিকে নিহত তুহিনের মা কমেলা বেগম বাংলানিউজকে বলেন, সোমবার দুপুর সোয়া ২টায় কালো পোশাকধারী বাহিনীর সদস্যরা ব্যাট দিয়ে পেটাতে পেটাতে তুহিনকে ধরে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** র‌্যাবের গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় শিবির নেতা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।