ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল

সিলেট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমরান আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগ জুড়ে ওই দিন সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।