ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নেত্রকোনায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: হরতাল অবরোধের নামে নৃশংস হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৭জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তেরীবাজার এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পাবলিক প্রসিকিউটর (পিপি) জিএম খান পাঠান বিমল, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি, সম্পাদক দেওয়ান জনি প্রমুখ।

মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।