ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক বিএনপির ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লা জেলায় বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। এ হরতালে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বাংলানিউজকে জানান, চৌদ্দগ্রামে নাশকতার মামলায় ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হুকুমের আসামি করার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাজারের হায়দার পুল এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** সুনামগঞ্জে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।