ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর শোক বইয়ে নেতাকর্মীদের সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কোকোর শোক বইয়ে নেতাকর্মীদের সই ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে চিরসমাহিত আরাফাত রহমান কোকোর শোক বইয়ে সই করছেন বিএনপি ও ২০ দলের নেতা-কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বনানী কবরস্থানে কোকোকে দাফন করার পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

যারাই কার্যালয়ে আসছেন তাদের মধ্যে বেশিরভাগ নেতা-কর্মী-সমর্থকই শোক বইয়ে সই করে চলে যাচ্ছেন।

বিকেলে কোকোর মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার জন্য নিয়ে যাওয়ার পর থেকে শুনশান নীরব ছিল গুলশান কার্যালয়।

তবে, বনানীতে কোকোর দাফন শেষ হওয়ার পর খালেদা কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ উদ্দিন তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অনেকে।

তারা কিছুক্ষণ গুলশান কার্যালয়ে অবস্থান করে চলে যান। তবে, তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা খালেদার কার্যালয়ে এসে রক্ষিত শোক বইয়ে সই করে যেতে থাকেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** কোকোর দাফন শেষে গুলশান কার্যালয়ে নেতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।