ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে পেট্রোলবোমাসহ জামায়াত আমির আটক

স্টাফকরেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গাজীপুরে পেট্রোলবোমাসহ জামায়াত আমির আটক

গাজীপুর: গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান (৮৫) ও মহানগর জামায়াতের অর্থ সম্পাদক মো. নাসরুল্লাহকে (৭৫) পেট্রোলবোমাসহ আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

একই দিন ২০ দলীয় জোটের আরও ১২ নেতা-কর্মীকেও আটক করে পুলিশ।

এর মধ্যে জামায়াতের ৮ জন কর্মী আদালতে হাজিরা দেওয়ার পর আটক হন। এছাড়া বিএনপি-জামায়াতের আরও ৪ জন নেতা-কর্মীকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ।

এসব নেতাকর্মীদের আটকের প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে মহানগর ও জেলা জামায়াত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগর জামায়াত ও জেলা জামায়াতের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান ও মহানগর জামায়াতের অর্থ সম্পাদক মো. নাসরুল্লাহর বাসা থেকে ১০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।