ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালায় ছাত্রলীগের র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালায় ছাত্রলীগের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপ-শহরে র‌্যালি বের করা হয়।



র‌্যালি শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি এমএম ফজলুল হক,যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ হোসেন, যুবলীগের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকির হোসেন, শ্রমিকলীগের সভাপতি সূর্য্যকান্ত পাল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে ছাত্রলীগের কর্মকাণ্ড ও অগ্রগতি তথা জয়যাত্রা তুলে ধরেন ছাত্রলীগনেতা রেজওয়ান উল্লাহ। সভা শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।