ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় পেট্রোল বোমা মেরে ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কুষ্টিয়ায় পেট্রোল বোমা মেরে ট্রাকে আগুন ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ধান বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় ট্রাক থেকে লাফিয়ে নামিতে গিয়ে ট্রাকের হেলপার সামান্য আহত হয়েছেন।



মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের শান্তিডাঙ্গায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ধান বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে আসার পথে শান্তিডাঙ্গায় একদল দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় চালক ও হেলপার লাফিয়ে নেমে পড়েন।

পেট্রোল বোমায় মুহূর্তে ট্রাকের পেছনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ট্রাকের ও ধানের বেশকিছু অংশ পুড়ে যায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।