ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
‘জনগণকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে বিএনপি’ মুক্তিয‍ুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা: গণতন্ত্র অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে ৫ জানুয়ারি নির্বাচন করেছেন বলে মন্তব্য করেন মুক্তিয‍ুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য স্মৃতি সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে না এসে জনগণকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছেন। আর এখন আন্দোলন করার নামে সাধারণ মানুষের ওপর জ্বালাও পোড়াও শুরু করেছেন।

আমরাও আন্দোলন করেছি। মতিয়া চৌধুরী, নাসিম সাহেব আন্দোলন করতে গিয়ে পুলিশের আঘাতে রাস্তায় পড়ে ছিলেন তবুও রাজপথ ছেড়ে যাননি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থেকে টাকা দিয়ে লোক ভাড়া করে সাধারণ মানুষ হত্যা করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য স্মৃতি সংগ্রাম পরিষদের আলোচনা সভায় সংগঠনের সভাপতি এসএম মহসীন আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, তেঁজগাও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা চৌধুরী মালা, ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।