ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ককটেলসহ ২ ছাত্রদলকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
লক্ষ্মীপুরে ককটেলসহ ২ ছাত্রদলকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের সময় ককটেলসহ আবদুল আজিজ ও নাঈম নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর এলাকায় এ ঘটনা ঘটে।



রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংল‍ানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক ছাত্রদলকর্মী আজিজ রামগঞ্জ উপজেলা ধর্মপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং নাঈম লামচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে কয়েকজন ছাত্রদলকর্মী ভাটিয়ালপুর এলাকায় পিকেটিং করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।