ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ ঘণ্টা হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ ঘণ্টা হরতাল চলছে

চাঁপাইনবাবগঞ্জ: র‌্যাবের গাড়ি থেকে পালানোর সময় ট্রাকের ধাক্কায় আসাদুজ্জামান তুহিন (১৮) নামে শিবিরের এক নেতা নিহত হওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

হরতালের কারণে বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে আন্তঃজেলা রুটসহ দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।

তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

শহরের প্রধান প্রধান মার্কেটের দোকান-পাট বন্ধ রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী কোনো ট্রাক ছেড়ে যায়নি। এছাড়া রাস্তায় কোনো পিকেটারও দেখা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শহরের গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে, জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
এদিকে, জেলায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে  বিএনপি ও জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ কন্ট্রোলরুম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
 
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।