ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ২টি ককটেল বিস্ফোরণ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বরিশালে ২টি ককটেল বিস্ফোরণ, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের সমর্থনে বরিশালে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় পুলিশ দুই শিবির কর্মীকে আটক করেছে।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরের কাশিপুর লাকুটিয়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। পরে তারা রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিংসযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে পুলিশ এলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতলসহ ইসমাইল ও মিজানুর রহমান নামে শিবিরের দুই কর্মীকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহিদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।