ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
গাংনীতে বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক

মেহেরপুর: ২০ দলের ডাকা অবরোধে নাশকতার আশঙ্কায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের মারফত আলীর ছেলে যাদু (২৫), মজিবার রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও আব্দুল জব্বারের ছেলে তোজাম (২৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।