ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের নামে নৈরাজ্য বন্ধের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
হরতালের নামে নৈরাজ্য বন্ধের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর: সারাদেশে ২০ দলের ডাকা অবরোধ ও হরতালের নামে নৈরাজ্য বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুরের সুশীল সমাজ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।



এতে শরীয়তপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক জোট, সুশাসনের জন্য নাগরিক (সুজন), স্থানীয় দৈনিক রুদ্রবার্তা, গণজাগরণ মঞ্চ ও কবিতা পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।