ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
খালেদার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা‘ দায়েরের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।

বুধবার  (২৮ জানুয়ারি) দুপুরে বুয়েট শহীদ মিনার থেকে পলাশী ভিমুখে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

তবে পলাশী পৌঁছালে পুলিশি ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন, পার্থ দেব মন্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান, এম এম মুসা, শফিকুল ইসলাম, সজীব, হারুনুজ্জামান, শামীম, আখতারুজ্জামান, তৌহিদ, রঞ্জু প্রমুখ।

মিছিলে বিএনপি ঘোষিত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তিনদিনের শোক সমর্থনে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।