ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে সারবাহী ট্রাকে আগুন দিয়েছেন হরতাল ও অবরোধ সমর্থকরা।    

বুধবার (২৮ ‍ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের এরুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ইউরিয়া সার বোঝাই ট্রাকটি বগুড়া থেকে নওগার দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এরুরিয়া বাজারের কাছাকাছি আসতেই ট্রাক লক্ষ্য করে প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এরপর ৪/৫ জনের একটি দল ট্রাকচালক ও তার সহাযোগীকে জোড়পূর্বক ট্রাক থেকে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরে কেরোসিন ও পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অবরোধ ও হরতাল সমর্থকরা।

কিছুক্ষণ পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ট্রাকের মূল যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়।

এছাড়া ট্রাকে থাকা সারের বেশ কিছু বস্তা পুড়ে গেছে ও আগুনের তাপে নষ্ট হয়ে গেছে।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেন।       

বগুড়ায় ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনই (বুধবার) ট্রাকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।