ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী কমিটি করার আহ্বান নাসিমের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী কমিটি করার আহ্বান নাসিমের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: হরতাল ও অবরোধের নামে যে সন্ত্রাস চলছে তা আর চলতে দেওয়া যায় না। তাই প্রতিটি এলাকায় ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।


 
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর পূরবী সিনেমা হলের সামনে ১৪ দলের হরতাল-অবরোধ বিরোধী প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।
 
মো. নাসিম বলেন, দেশে হরতাল ও অবরোধের নামে যে সন্ত্রাস চলছে তা রুখে দিতে হবে। এ জন্য ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী কমিটি করুন। সন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দিন। পাড়া-মহল্লায় গিয়ে আজই কমিটি করবেন। আমরা খালেদার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি তাতে জিতবই।
 
তিনি বলেন, দেশে যে অবরোধ চলছে তা কার বিরুদ্ধে? এ অবরোধ সাধারণ মানুষের বিরুদ্ধে। খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে অবরোধ ডাকেননি। ডাকলে এতদিনে সরকার অচল হয়ে পড়তো। হরতাল-অবরোধের নামে খালেদা যে হত্যাকাণ্ড শুরু করেছে জনগণ তার বিচার চাই।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত নির্বাচনের আগে শেখ হাসিনা তাকে (খালেদা জিয়া) সংলাপে ডেকেছিলেন। কিন্তু তিনি না গিয়ে নির্বাচন বানচাল করতে সমগ্রদেশে জ্বালাও পোড়াও করেছিলেন। শেখ হাসিনা তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ মোট ৫টি মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি ছিলেন না। জামায়াতের কথায় তিনি নির্বাচনে যাননি। সে সময় নির্বাচন না হলে দেশে থাইল্যান্ডের মতো সামরিক শাসন কায়েম হতো। শেখ হাসিনা নির্বাচন করেছিলেন বলেই দেশের মানুষ আজ শান্তি পাচ্ছেন।
 
তিনি আরো বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই কারও কথায় আমরা ক্ষমতা ছাড়বো না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আমরা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করছি, শিক্ষার্থীদের সময় মতো বই দিতে পারছি। তাহলে আমরা কেন নির্বাচনে যাব? শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বলছে অ‍ামরা এগিয়ে চলেছি। তাই আগামী নির্বাচনও শেখ হাসিনার নেতৃত্বেই হবে। আর সেই নির্বাচনেও নৌকা জয়ী হবে বলেও আশা করেন মো. নাসিম।
 
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।