জয়পুরহাট: জয়পুরহাট-বগুড়া-ক্ষেতলাল সড়কের বিকল্প রাস্তা হিসেবে পরিচিত পাকারমাথা-বটতলীর মাঝামাঝি স্থানে চকদাদড়া ফকিরপাড়ায় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে ফেলেছে দুর্বৃত্তরা। ফলে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে।
জয়পুরহাট থানা সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে পানিতে ফেলে দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের দুই ধারে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ফলে ওই ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় নাশকতাকারীদের আটকে পুলিশ ইতিমধ্যেই ওই এলাকায় অভিযান শুরু করেছে।
তবে বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫