ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।