সাতক্ষীরা: নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের তিনজন কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫