গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনকে (৩৫) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০ৎটার দিকে ওই ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তসলিম উদ্দিন আমতলী গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তসলিমের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫