গাজীপুর: হরতাল সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেছে শিবিরকর্মীরা।
বুধবার (০৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিছিলটি করে তারা।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগর শিবিরের সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর প্রচার সম্পাদক হাসান মেহরাব, জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেকুজ্জামান, ছাত্রনেতা আব্দুস সালাম, মুনাব্বিরসহ অন্যান্য নেতারা।
এদিকে, গত ১২ ঘণ্টায় গাজীপুর জেলায় নাশকতার অভিযোগে ১৭ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫