ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে অযৌক্তিক হরতাল-অবরোধ দিয়ে পেট্রোল বোমা মেরে, গান পাউডার ছিটিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এ যুদ্ধের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।
খালেদা জিয়ার এই খেলা বেশিদিন স্থায়ী হবে না। জনগণ তার বিরুদ্ধে জেগে উঠেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মানববন্ধনে মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। পরীক্ষা দিতে নাতনিদের মালয়েশিয়া পাঠিয়ে দিয়ে দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর জীবন নিয়ে তামাশা করছেন খালেদা জিয়া।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আক্তার জাহান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রাজশাহী বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন আয়েন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপুসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫