ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আটক ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।



তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।