ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের দশদিনের রিমান্ড চেয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রিজভীকেও এ মামলার হুকুমের আসামি করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। ৩১ জানুয়ারি বিকেলে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে ওইদিন থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
** রিজভীর ফের দশদিনের রিমান্ড চাইবে পুলিশ