ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোলবোমায় রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
পেট্রোলবোমায় রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে এইচটি ইমাম

ঢাকা: সম্প্রতি বাস ও যানবাহনে যেসব পেট্রোলবোমা হামলা চালানো হচ্ছে, তা কোনো সাধারণ বোমা নয়। এগুলোতে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে।

আন্তর্জাতিক সহায়তা ছাড়া এ ধরনের মারণাস্ত্র বিএনপি-জামায়াত আনতে পারতো না।

একথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হরতাল-অবরোধের নামে সহিংসতা ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে ‘মুক্তিযোদ্ধা বিসিএস কল্যাণ সমিতি’ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

দেশ রক্ষা করতে হলে জামায়াত-বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে উল্লেখ করে এইচটি ইমাম বলেন, বিএনপি বলতে এখন কিছু নেই, তারা জামায়াতের উপর নির্ভরশীল দল হয়ে পড়েছে। পরিকল্পনা করে শিক্ষা-কৃষি-যানবাহনসহ সব ক্ষেত্রে হামলা চালাচ্ছে তারা।

তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত ২৩ হাজার আওয়ামী লীগ কর্মীকে খুন করেছিল বিএনপি-জামায়াত। এখন সে ধরনের হত্যারই মহোৎসব চালাচ্ছে তারা।

প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, বিএনপি-জামায়াত সংসদ ও সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি। তাই তারা এগুলো ধ্বংসে নেমেছে। মানুষ পুড়িয়ে ক্ষমতা দখলের প্রতিযোগিতা করছে।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি এস কে হাবিবুল্লাহ।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।