ঢাকা: সম্প্রতি বাস ও যানবাহনে যেসব পেট্রোলবোমা হামলা চালানো হচ্ছে, তা কোনো সাধারণ বোমা নয়। এগুলোতে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে।
একথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হরতাল-অবরোধের নামে সহিংসতা ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে ‘মুক্তিযোদ্ধা বিসিএস কল্যাণ সমিতি’ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
দেশ রক্ষা করতে হলে জামায়াত-বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে উল্লেখ করে এইচটি ইমাম বলেন, বিএনপি বলতে এখন কিছু নেই, তারা জামায়াতের উপর নির্ভরশীল দল হয়ে পড়েছে। পরিকল্পনা করে শিক্ষা-কৃষি-যানবাহনসহ সব ক্ষেত্রে হামলা চালাচ্ছে তারা।
তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত ২৩ হাজার আওয়ামী লীগ কর্মীকে খুন করেছিল বিএনপি-জামায়াত। এখন সে ধরনের হত্যারই মহোৎসব চালাচ্ছে তারা।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, বিএনপি-জামায়াত সংসদ ও সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি। তাই তারা এগুলো ধ্বংসে নেমেছে। মানুষ পুড়িয়ে ক্ষমতা দখলের প্রতিযোগিতা করছে।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি এস কে হাবিবুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫