গাইবান্ধা: নাশকতার মামলায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় আব্দুল আজিজ (৫০) ও আব্দুল ওয়াহেদ (৪৫) নামে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কানাইপাড়া দাখিল মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার কানাইপাড়া দাখিল মাদ্রাসা থেকে আব্দুল আজিজ ও আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। তারা কানাইপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং জামায়াতের কর্মী।
তাদের মধ্যে আব্দুল ওয়াহেদ বোনারপাড়ার বুরুঙ্গিতে ট্রেনে নাশকতার ঘটনায় এবং আব্দুল আজিজ অপর এক নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫