ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে ককটেলসহ জামায়াতের কেন্দ্রীয় নেতা কেএম মজিবুর রহমান ও থানার টালি অফিস ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল গ্রেফতার হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২২ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার দুপুর ১টায় হাজারীবাগ বেড়িবাঁধের কাছে ঝাউচর রাস্তা সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা (রোকন সদস্য) মজিবুর রহমান। এ সময় তাকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে ৩টি ককটেল পাওয়া যায়।
তিনি আরো জানান জামায়াতের এই নেতার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ, ধানমণ্ডি ও বরিশালের ঝালকাঠি থানায় সর্বমোট ৬টি মামলা রয়েছে। ঝালকাঠিতে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, ধানমণ্ডি থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে এবং হাজারীবাগ থানায় পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছিলো। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।
এদিকে দুপুর দেড়টায় হাজারীবাগের টালি অফিস মোড়ে অবস্থান করছিলেন ওই ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল। পুলিশের মোবাইল (টহল) টিম তাকে সন্দেহ করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২টি ককটেল পাওয়া যায়। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় ২০১৩ সালে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে মামলা করা হয়েছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫