ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি ১৪ দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নাশকতার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি ১৪ দলের স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের নাশকতা-সহিংসতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন ১৪ দল।

আগামী ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মারার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশ করা হবে।

সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শান্তি ও গণতন্ত্রের স্বপক্ষে মানববন্ধন করবে ১৪ দল। এছাড়া আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করবে তারা।

১৪ দলের শরীক জাসদ ৭ ফেব্রুয়ারি সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করবে। ১০ ফেব্রুয়ারি সমাবেশ করবে ওয়াকার্স পার্টি। ১৩ ফেব্রুয়ারি অনুরূপ সমাবেশ করবে সাম্যবাদী দল। ঢাকাসহ সারাদেশে এসব কর্মসূচি পালিত হবে।

বুধবার সকালে ১৪ দলের বৈঠকে এ সব কর্মসূচি নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কর্মসূচি ঘোষণা করেন।  

১৪ দল ঘোষিত এসব কর্মসূচি সফল করতে আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক এবং মুক্তিযোদ্ধা, নারী সংগঠন, আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

১৪ দলের এ বৈঠকে সভাপতিত্ব করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯, ফেব্রুয়ারি ০৪,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।