ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যানবাহনে আগুন

শিবিরের সাবেক সভাপতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
শিবিরের সাবেক সভাপতি আটক ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ফায়ার সার্ভিসের পানিবাহী একটি গাড়ি ও উপজেলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ শামীমকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীখোলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এর আগে সকালে একই ঘটনায় স্থানীয় চেচুয়া এলাকার মুখলেছুর রহমান নামের এক বিএনপিকর্মীকেও আটক করে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের পানিবাহী একটি গাড়ি ও উপজেলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মঙ্গলবার দিনগত রাতে একটি মামলা দায়ের করেন পুড়িয়ে দেওয়া বাসের মালিক পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

এ মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এএস এম জাকারিয়া হারুন, বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহেলসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মুক্তাগাছায় ওই দু’টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।