ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দমন পীড়ন চললে শান্তি মিশন আসতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
দমন পীড়ন চললে শান্তি মিশন আসতে পারে আ স ম আব্দুর রব

ঢাকা: সরকারের দমনপীড়ন বেড়ে গেলে বাংলাদেশেও শান্তি মিশন আসতে পারে বলে জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আব্দুর রব।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিকেল সোয়া তিনটায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কেউ কখনো গুলি করার নির্দেশ দিতে পারে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি হুকুমের আসামি করে মামলা হয় তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন হবে না। তার ওপর সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির বিদ্যুৎ, ইন্টানেটের লাইন কেটে দেয়া হয়েছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।

অন্যদিকে দুই দলের কেউ সংলাপে না আসলে রাষ্ট্রপতিকেই সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। এ সময় তিনি বলেন, দুই দলের ওপর যে জনগণের আস্থা নেই  তা প্রমাণিত। সরকার খালেদা জিয়ার বাসার সব কিছুর লাইন কেটে দিয়েছে। অন্যদিকে রাস্তায় পেট্রোল বোমার আঘাতে নিহত হচ্ছেন সাধারণ জনগন। দেশটা সাধারণ মানুষের। আর তাই আমরা চাই ১৬ কোটি মানুষের কথা চিন্তা করে সংলাপ দিন। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় সংলাপের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।