রাজশাহী: রাজশাহীতে নানা আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও ২০ হরতালে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বুধবার কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে চলছে হরতাল।
এদিকে, রাজশাহী মহানগরীতে পুলিশী অভিযানে বিএনপি ও জামায়াতের ৮ কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাদের।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে আদালতে পাঠানো হয়। মামলার ওয়ারেন্ট অনুযায়ী অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে দেওয়া হয়।
নাশকতা এড়াতে বর্তমানে স্পর্শকাতর পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। মহানগরীজুড়ে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। অব্যহত রয়েছে গোয়েন্দা তৎপরতাও।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫