ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে রাজধানীতে জাগপার মিছিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
হরতাল সমর্থনে রাজধানীতে জাগপার মিছিল

ঢাকা: ঢাকা মহানগর জাপগার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানুকে গ্রেফতারের প্রতিবাদ ও ২০ দলীয় জোটের ডাকা হরতাল সমর্থনে মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরে মিছিল বের করে দলটির কর্মীরা।



এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলটি মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মহানগর জাগপার সহ-সভাপতি ফায়জুর রহমানের নেতৃত্বে এসময় যুব জাগপা নেতা শেখ ফরিদ উদ্দিন, খুরশীদ আলম সুমন, জাগপা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল ও নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।