ঢাকা: চলমান রাজনৈতিক সংকটে শিক্ষা ও অর্থনীতি ধ্বংসের পথে যাচ্ছে মন্তব্য করে অবিলম্বে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়ে সমঝোতা ও শান্তি নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নাগরিক ছাত্র ঐক্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান, সদস্য সচিব মইত হাসান তড়িৎ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সবুজসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা চলমান রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য আলোচনার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫