ঢাকা: বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ ও আশরাফ উদ্দিন নিজানকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ এ দাবি করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব তার বিবৃতিতে অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী অবৈধ আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের সকল আকাঙ্ক্ষা ও অর্জনকে বিনষ্ট করে জাতির ভবিষ্যৎ অধিকারকেও হরণ করেছে। বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে (অনুচ্ছেদ-৭ বি) সংবিধানের প্রায় এক তৃতীয়াংশকেই অপরিবর্তনযোগ্য করে দেওয়া হয়েছে। কিন্তু কোনো সংসদই পরবর্তী সংসদের হাত-পা বেঁধে দিতে পারে না।
তিনি বলেন, সার্বভৌম সংসদ ও রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণের ভবিষ্যৎ অধিকার হরণ সভ্য দুনিয়ার কোনো রাষ্ট্রেই স্বীকৃত পন্থা নয়। এটি সরাসরি বেআইনি। এই সেই আওয়ামী লীগ যারা চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে তৎকালীন সংসদকে পুনর্বার আর এক মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেছিল। আওয়ামী লীগের ইতিহাস সাংবিধানিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস।
বিএনপির এ মুখপাত্র আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, এদের হাতে আজ গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা, সংসদ ও সর্বোপরি সমগ্র রাষ্ট্রব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। গণতন্ত্র খেকো এই অবৈধ সরকারকে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উৎখাতের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গণতন্ত্র মুক্তি আন্দোলনের মিছিলে প্রতিদিন সরকারি পেটোয়া পুলিশ বাহিনী অজস্র বুলেটে ক্ষতবিক্ষত করছে অসংখ্য আন্দোলনকারীদেরকে। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে লাশ ফেলে রাখা হচ্ছে খালে-বিলে-বেড়িবাঁধে। ক্রসফায়ারের ধরণ পাল্টে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করা হয়েছে যশোরের মনিরামপুরের ইউসুফ ও লিটনকে। দু’পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করা হয়েছে ঢাকা কলেজের শিবির নেতা আবদুল হামিদকে, মোহাম্মদপুরের জামায়াত নেতা নাজমুল হাসান ও আবুল কাশেমকে। অসংখ্য বিরোধী দলীয় নেতা-কর্মীকে প্রতিদিন গুম, খুন ও অপহরণ করা হচ্ছে দেশব্যাপী।
সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করে, কুক্ষিগত বিচার ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা তার অবৈধ শাসন চালিয়ে যাওয়ার যে সংকল্প নিয়েছেন তাতে এই রাষ্ট্র গঠনে বীর মুক্তিযোদ্ধাদের ও আপামর জনসাধারণের সকল স্বপ্ন ধুলিস্যাৎ হতে বসেছে।
তিনি বলেন, পুলিশি শাসন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সকল সিনিয়র নেতাকে দিনের পর দিন মিথ্যা মামলায় রিমান্ডে এনে মানসিক নির্যাতন করা হচ্ছে। এসব বেআইনি রিমান্ড বন্ধ করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
একইসঙ্গে দেশব্যাপী চলমান অবরোধ-হরতালে গ্রেফতারকৃত সকল রাজবন্দির মুক্তি দাবি করেন বিএনপির এ যুগ্ম মহাসচিব
তিনি বলেন, খালেদা জিয়ার আবাসস্থল গুলশান কার্যালয়ে অবিলম্বে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ক্যাবল সংযোগসহ সকল যোগাযোগ ব্যবস্থা পুনর্স্থাপনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু বোবা সরকার তাতে কর্ণপাত করেনি। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক সব মানবাধিকার সংস্থা, সংগঠন ও মানবাধিকার কর্মীদেরকে গুলশান কার্যালয়ের পরিস্থিতি পরিদর্শন পর্যবেক্ষণ ও অনুধাবন করে বিশ্বের কাছে তা তুলে ধরার আহ্বান জানাই।
এছাড়া, এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকেও তাদের যথাযথ-ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান সালাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫