গাজীপুর: জেলা পুলিশ লাইন এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানীতে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
এ ঘটনায় বাসের ৬ যাত্রী দগ্ধ হয়েছেন।
তারা হলেন, গাজীপুর কোনাবাড়ি এলাকার মোহাম্মদ সবুজ (১৯), টঙ্গীর এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলম (৪২), গাজীপুরের বোরদা এলাকার মরিয়ম আক্তার রুপা (০৭) এবং পিরোজপুরের কামরুল হাসান (২৮)। এর মধ্যে জাহাঙ্গীর আলম গাড়িটির চালক ছিলেন বলে জানা যায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনে শিশুটির শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। বাকীদের ৫ থেকে ১০ ভাগ পুড়ে গেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, গাজীপুর পুলিশ লাইনের খানিক পশ্চিমে নলজানী এলাকায় বলাকা পরিবহনের ওই যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। এ সময় বাসের চালক ভয়ে রাস্তার পাশে বাসটি নামিয়ে দেন। ততক্ষণে বাসে আগুন ছড়িয়ে পড়ে। কোনো কোনো যাত্রী দ্রুত নেমে পড়লেও দগ্ধ হন ৬ জন।
জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোমিন মিয়া বাংলানিউজকে বলেছেন, সম্ভবত পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
** হলিক্রস স্কুলের সামনে পরপর ২টি ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫/আপডেট: ২৩২০ ঘণ্টা